kolkata

Mar 23 2023, 19:46

*মুখ্যমন্ত্রীকে দুষলেন শুভেন্দু*




শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাকরি তদ্বীরের অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, পার্থর আগে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও ট্যুইটে নাম লিখেছেন বিরোধী দলনেতার। আর তাতেই সোজা মুখ্যমন্ত্রীকে দুষলেন শুভেন্দু। তিনি কটাক্ষের সুরে বলেন, ''পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের চিত্রনাট্য দুর্বল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্রের মূলে।জেলে থাকা অভিযুক্তের কথার কোনো দাম নেই।''

kolkata

Mar 23 2023, 18:30

*ফের পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতের নির্দেশ*


পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। ৩০ মার্চ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ। শান্তিপ্রসাদ সিন্হার ২৭ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজত। কুন্তল-তাপস-নীলাদ্রির ৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।

kolkata

Mar 23 2023, 18:15

*'ওড়িশা-বাংলা অর্থনৈতিক করিডর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেব': মমতা*

নজরে লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার বিজেডি প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলে বিজেডি প্রধান জানালেন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে গভীর আলোচনা হয়েছেন।

তিনি বলেন, 'দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট থাকা দরকার।' অন্যদিকে, মমতা বলেন, 'দেশের রাজনীতিতে নবীন পট্টনায়েক সামনের সারির নেতা।নবীনজি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার কথা বলেছেন।গণতান্ত্রিক অধিকার ও দেশের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। ওড়িশা-বাংলা অর্থনৈতিক করিডর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।'

kolkata

Mar 23 2023, 18:13

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন


কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কলকাতা হাইকের্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। গত ২০১৬ সালে টেট পরীক্ষার ভিত্তিতে নতুন নিয়োগ আইনি জটে আটকে রয়েছে বলে দাবী করেছে কমিশন। আদালতের দ্বারস্থ হয়ে এসএসসি বলেছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ সম্ভব হচ্ছে না। তাই আদালত হস্তক্ষেপ করুক।

আগামী সপ্তাহে এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। কমিশনের দাবী, উচ্চ প্রাথমিকস্তরে ২০১৬ সালের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। মোট ১২হাজার নিয়োগ হয়ছে। তবে এই নিয়োগ সংক্রান্ত মূল মামলা আদালতের বিচারাধীন থাকায় এখন নিয়োগ করতে পারছে না এসএসসি।

হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করে বলা হয়েছে, এই নিয়োগে ডিভিশন বেঞ্চের নির্দেশ প্রয়েজন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার অথবা মঙ্গলবার এই আবেদনের শুনানি হবে।

kolkata

Mar 23 2023, 15:45

*কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় হাইকোর্টে স্বস্তি পেল বিজেপি*
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় হাইকোর্টে স্বস্তি পেল বিজেপি। তাদের ২৩ সমর্থকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আপাতত তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওই বিজেপি কর্মীরা আবেদন করেন। মামলাটি বিচারপতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়ে দিয়েছেন।


ডিভিশন বেঞ্চে এই ঘটনায় সিবিআই তদন্তে চেয়ে আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই বিজেপি কর্মীরা আপাতত দিনহাটা এলাকা ছেড়ে যেতে পারবেন না। ডিভিশন বেঞ্চের নির্দেশের আগে পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে।

kolkata

Mar 22 2023, 14:44

গ্রুপ সি পদে নিয়োগের জন্য শুরু হতে চলা কাউন্সিলিংয়ের উপর কোন অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়


কলকাতা: রাজ্যের স্কুলগুলির জন্য গ্রুপ সি পদে নিয়োগের জন্য শুরু হতে চলা কাউন্সিলিংয়ের উপর কোন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকের্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।বৃহস্পতিবার থেকে শুরু হবে গ্রুপ সির কাউন্সিলিং।

আদালতের নির্দেশে চাকরী থেকে বরখাস্তরা এই কাউন্সিলিং শুরুর প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চান। কিন্তু এই পর্যায়ে কোন অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। আপাতত চাকরী থেকে বরখাস্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। পাল্টা শুনানিতে চাকরীহারাদের দাবী,

স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

তাদের দাবী, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র, মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র এবং জেলা স্কুল পরিদর্শকের অনুমোদন নিয়ে কাজে যোগদান করেছিলেন তারা। তাদের বরখাস্ত করা হলেও এই তিন সংস্থার ভূমিকা কেন খতিয়ে দেখা হবে না। তাদের আইনজীবী বিষয়টি বলতে গিয়ে খেলা হবে উচ্চারন করেও পরে তা প্রত্যাহার করে নেন।

kolkata

Mar 22 2023, 13:50

*কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করার নোটিশের উপর অন্তর্বতী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের*


কলকাতা: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করার নোটিশের উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ থাকবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বরখাস্তের নোটিসকে চ্যালেঞ্জ করে রেজিস্ট্রার চন্দন কোনার চাকরি হাইকোর্টের দারস্থ হন। সেই মামলায় আপাতত স্বস্তি প্লেন রেজিস্ট্রার। রেজিস্ট্রারে আইনজীবী জয়দীপ করের দাবী, রেজিস্ট্রারকে বরখাস্ত করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে।কিম্তু এক্ষেত্রে সেটা মানা হয়নি।


উপাচার্যের আইনজীবী অরুনাংশু চক্রবর্তীর বক্তব্য, রেজিস্ট্রার প্রভেশন পিরিয়ডে ছিলেন। উপাচার্য তাকে অপসারিত করতে পারেন। সুপ্রিম কোর্টের রায় অনুসারে তার হাতে এই ক্ষমতা আছে। বিচারপতি বিশ্বজিৎ বসু মূলত উচ্চ প্রাথমিক সংক্রান্ত মামলা শুনছেন।তাই মামলাটি নির্দিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ- অবস্থান করছেন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের একাংশ। চন্দন কোনারকে চাকরি থেকে বরখাস্তের পর এই বিক্ষোভ চরমে ওঠে।আসানসোল থানায় রেজিস্ট্রার সহ শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

kolkata

Mar 22 2023, 13:14

*শোভাবাজারে বিধ্বংসী আগুন*
  কলকাতা: বুধবার শোভাবাজারে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায়  একটি ফ্যামিলি স্পা। বাড়ির একতলায় ছিল এই ফ্যামিলি স্পা-টি। একতলায় সামনের দিকে প্রথমে আগুন লাগে পরে আগুন পিছন দিকেও ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন এসেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এবং পুলিশ। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আপাতত আগুন  নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

kolkata

Mar 21 2023, 17:57

বিমান বন্দরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন মাইক্রোফোন বিভ্রাট


কলকাতা: কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে বিমান বন্দরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন মাইক্রোফোন বিভ্রাট হয় । এদিন দুপুরে ওড়িষ্যা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ ছন্দপতন। প্রায় এক মিনিট বক্তব্য রাখার পরেই কাজ করা বন্ধ হয়ে যায় মাইক্রোফোনের। মাইক্রোফোন বদল করেও সমস্যার সমাধান হয়নি। তারপর মাইক্রোফোন ছাড়াই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

অখিলেশ যাদবের পর নবীন পট্টনায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,এটা সংগঠিত বিরোধীদের বৈঠক নয়। এটি ব্যক্তিগত এবং সৌজন্য সাক্ষাৎ। নবীন পট্টনায়ককে আমি বলেছিলাম যখন উড়িষ্যা যাব তখন আপনার সঙ্গে দেখা করব। ২৩ তারিখ আমি ওনার সঙ্গে দেখা করব। আগামীকাল পুরীর জগন্নাথ মন্দিরের পুজো করব। পরশুদিন তার সঙ্গে সাক্ষাৎ করব। পর আমি কলকাতায় ফিরে আসব। শুক্রবার বীরভূমের ব্লক স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করব। পর অঞ্চল স্তরের নেতাদের সঙ্গে বৈঠক হবে। এরপর কুমার স্বামীর সঙ্গে সাক্ষাতের বিষয় রয়েছে। তিনি বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবেন।

এছাড়াও তিনি কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে বলেন,এবারেও বাংলাকে এক টাকা দেয়নি কেন্দ্র। একমাত্র রাজ্য বাংলা যাকে কিছুই দেওয়া হয়নি। আবার শুনেও এক পয়সা দেয়নি। আগের টাকাও দেয়নি। ৫৫ লক্ষ বাড়ির টাকা বকেয়া আছে। ১১ লক্ষ বাড়ি আমরা তা সত্ত্বেও করছি। রাস্তার টাকা এখনো পর্যন্ত ছাড়েনি। ১২ নতুন রাস্তা গ্রামে আমরা করছি। সেগুলো আমরা নিজেদের টাকা থেকে করছি। আমি নিজে ১০০ দিনের কাজের ব্যাপারে রাস্তা ও আবাসনের ব্যাপারে কেন্দ্র সরকারের কাছে দরবার করেছি। বিভিন্ন প্রকল্প খাতে আমরা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাই। আমি নিজের প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছি। ছয় মাস আগে অমিত শাহ এখানে মিটিং করতে এসেছিলেন আমি তাকেও বলেছি। তাদের সবাইকে বারবার চিঠি লেখা হয়েছে। বার বার বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি কিছু টিম পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায়। কোন কিছু না থাকলেও মনে হচ্ছে সিবিআইইডি বিভিন্ন এজেন্সি কর্তারা যেন বিজেপির লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার ওরা ইডির প্রেসিডেন্ট হয়ে গেছে। কিভাবে দেশ চলছে এইভাবে দেশ চলতে পারে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দুইদিন ব্যাপী ধরণার ঘোষনা করেন।কেন্দ্র সরকারের একনায়কতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে ২৯ তারিখ বেলা ১২:০০ টায় আম্বেদকর মূর্তির কাছে ধর্নায় বসব। আম্বেদকর মূর্তি সামনে মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসব। দুইদিন ধরনা চলবে ৩০ তারিখ সন্ধ্যায় ধরনা শেষ হবে। এই আন্দোলন ব্লক স্তরে ছড়িয়ে দেওয়া হবে।

kolkata

Mar 21 2023, 15:36

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট জমা দিলেন জেলার পুলিশ সুপার


কলকাতা: বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিলেন জেলার পুলিশ সুপার। এই রিপোর্টে হামলার অভিযোগের তীর রয়েছে বিজেপির দিকে। নিশিথের উপর হামলা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হলেও, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছে।

তবে এই ঘটনায় পুলিশের অসহযোগিতার যে অভিযোগ তোলা হয়েছে, তার জন্য মামলার কেস ডাইরি চাইলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ, বুধবার মামলার ফের শুনানি রয়েছে।

তবে এদিন বিজেপির পক্ষ থেকে পুলিশের অতি সক্রিয়তার মামলা দায়ের জন্য বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন করা হয়েছিল। তবে বিচারপতি মান্থা মামলা প্রধান বিচারপতির এজলাসে আবেদন করতে বলেন।এই সংক্রান্ত মামলার শুনানি যেহেতু প্রধান বিচারপতি এজলাসে শুনানি চলছে।